প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লিগের (কেপিএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও সোনালী সুপার সিক্সার্সের কাছে হারল ম্যাগপাই বয়েজ। এ জয়ের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে উজানটিয়ার আবদুর রহিমের সোনালী সুপার সিক্সার্স। এর আগে কোয়ালিফায়ার-১ ম্যাচে ম্যাগপাই বয়েজ শিলখালীর ড্রাগন্স ক্রিকেটের কাছে হেরে যায়।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় কেপিএল মাঠে অনুষ্ঠিত কোয়ালিফায়ার-২ ম্যাচে পেকুয়া সদরের কামরান জাদিদ মুকুটের ম্যাগপাই বয়েজকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সোনালী সুপার সিক্সার্স।

বিকেল তিনটায় দুই দলের মধ্যে টস করেন অ্যাম্পায়ার সুজিত দাশ ও নুর মোহাম্মদ মামুন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নির্ধারিত ১২ ওভারের খেলা। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ম্যাগপাই বয়েজের অধিনায়ক মোস্তাকিম। সোনালী সুপার সিক্সার্সের পক্ষে ওপেনার হিসেবে মাঠে নামেন তুর্জয় ও মোজাহিদ। শুরুতে খুব ভালো করেন তাঁরা। তুর্জয় নেন ৪১ রান আর মোজাহিদ নেন ২২ রান। এরপর মাঠে নেমে তৌহিদুল ইসলাম বদি ১৪, শাহাদাত সিকদার ১৪ রান তুলে নেন। ততক্ষনে নির্ধারিত ১২ ওভারের খেলা শেষ হয়ে যায়। চার ইউকেট হারিয়ে সোনালী সুপার সিক্সার্স ১২৪ রান তুলে নেয়।

১২৫ রানে লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে ম্যাগপাই বয়েজ। ওপেনার হিসেবে মাঠে নামেন দলের অধিনায়ক মোস্তাকিম ও ইরফান। মোস্তাকিম সংগ্রহ করেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান। ম্যাগপাই বয়েজ ১১০ রান তুলে নিতেই শেষ হয়ে যায় নির্ধারিত ১২ওভার। ম্যাগপাইয়ের ইরফান ১১, আমির আবদুল্লাহ ০৬, আরাফাত ২৭, সাহেদ জলিল ০০ ও রাসেল ১১ রান সংগ্রহ করেন। ১৪ রানে বিজয়ী হয় সোনালী সুপার সিক্সার্স।

আগামী ২৬ জানুয়ারি শুক্রবার কেপিএল দশম আসরের ফাইনালে মুখোমুখি হবে উজানটিয়ার আবদুর রহিমের সোনালী সুপার সিক্সার্স ও শিলখালীর মিজানুর রহমানের ড্রাগন্স ক্রিকেট।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সোনালী সুপার সিক্সার্সের বিদেশী খেলোয়াড় অলরাউন্ডার তুর্জয়। তিনি ব্যক্তিগত ৪১ ও এক উইকেট সংগ্রহ করেন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন বেলাল উদ্দিন বিল্লাল ও তারেক রোহিত।

এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। কেপিএল পরিচালনা কমিটির চেয়ারম্যান সাহেদুল ইসলাম শাহেদের সভাপতিত্বে ও মহাসচিব তানজিমুল ইসলাম জিসাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন কেপিএলের প্রধান উপদেষ্টা সাংবাদিক এস এম হানিফ, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বশির আহমদ, মোস্তাক আহমদ, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, শিলখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ ফরিদুল আলম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন, কেপিএলের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সেলিম উদ্দিন, শিহাবুল ইসলাম, ইফতেখারুল ইসলাম, ইসমাঈল, হামজা, ওসমান প্রমুখ।