প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা বলেছেন,আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করাই আমাদের প্রধান লক্ষ্য। দলের নেতাকর্মীদের সেভাবেই কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিবরণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে হবে। মহেশখালীতে বিগত ৪ বছরে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পরবর্তি ৪৪ বছরেই হয়নি। তাই আমাদের লক্ষ্যে পৌছতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এতে দলের কর্মীরাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। যারা নেতা তারা সবকিছু নয়, কর্মীরাই দলের প্রধান চালিকা শক্তি। আওয়ামী লীগ সেভাবেই পরিচালিত হয়। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ জাতির জনকের হাতে গড়া সংগঠন সকল নেতাকর্মীই ত্যাগী ও নিবেদিত প্রাণ। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারাই মহেশখালী-কুতুবদিয়া আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ভুমিকা পালন করবেন।

প্রধান বক্তার বক্তব্যে আশেক উল্লাহ রফিক এমপি বলেন, আগামিতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনিই আমাদের প্রেরণা ও শক্তি। আমরা আর পিছনে থাকাতে চাই, এবার এগিয়ে যাওয়ার পালা। মহেশখালী উপজেলায় ইতোমধ্যে মৃত্যুবরণ করা দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি শ্রব্ধা জানিয়ে তিনি বলেন, তারাই আওয়ামী লীগকে মহেশখালীতে সুসংগঠিত করতে কাজ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতি ও যুগ্ম সম্পাদক এডঃ আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভার আগে জাতির জনক বঙ্গবন্ধর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন ইলাহী। পবিত্র গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ব্রজগোপাল ঘোষ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, সহ-সভাপতি মাস্টার লিয়াকত আলী, সহ-সভাপতি এস এম মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক এডঃ সাইদুর রহমান মজুমদার, কোষাধক্ষ্য মোশারফ হোসেন খোকন চেয়ারম্যান, এডঃ আবদুল খালেক, আবদুস সামাদ, এডঃ জসিম উদ্দিন, মোস্তফা কামাল চেয়ারম্যান, সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম ও সহ-দপ্তর সম্পাদক এম আবদুল মন্নান। এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ডাঃ নুরুল আমিন, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ আবদুর রউপ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফোরকান, সহসভাপতি মোঃ শরীফ বাদশা, সহ-সভাপতি এনামুল হক রুহুল, সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ রুহুল আমিন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবি ছিদ্দিক খোকন, নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।