ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মহেশখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  আগামীকাল বুধবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য আনোয়ার পাশা চৌধুরী। সভায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবু তালেব।