স্পোর্টস ডেস্ক:
ফ্রেমে বাঁধাই করে রাখার মতো একটা বছর পার করলেন সাকিব আল হাসান। ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে যা অর্জন করা সম্ভব, এমন অনেক কিছুই নিজের দখলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বছর শেষে পাচ্ছে তারই স্বীকৃতি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পর এবার ভারতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়ার’ ২০১৭ সালের বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেলেন সাকিব আল হাসান।

বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান সাকিব। মুশফিককে সঙ্গে নিয়ে গড়েন ৩৫৯ রানের জুটি।

শ্রীলঙ্কার মাটিতেও ইতিহাস গড়ে বাংলাদেশ। দাপট দেখিয়েই নিজেদের শততম টেস্টে জয় তুলে নেয় টাইগাররা। সেখানেও উজ্জ্বল একটি নাম। সাকিব আল হাসান। সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয়ে অসামান্য অবদান রাখেন তিনি।

এরপর দেশের মাটিতে একরকম সাকিবের উপর ভর করেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। ৮৪ রানের ইনিংস তো খেলেনই, দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে অজিদের অহংবোধই গুঁড়িয়ে দেন তিনি।

গত বছর ৭ টেস্টে ৪৭ দশমিক পাঁচ শূন্য গড়ে ৬৬৫ রান করেছেন তিনি। সমান সংখ্যক ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। দারুণ সব কীর্তির স্বীকৃতি সাকিবের প্রাপ্যই ছিলো।

টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ: ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান, বেন স্টোকস, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন।