প্রেস বিজ্ঞপ্তি:
৩ দিন ব্যাপি ৪৭ তম জাতিয় স্কুল ও মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগিতা (শীত কালীন) কক্সবাজার সদর উপজেলার পর্যায়ের ক্রিড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে বিভিন্ন বিষয়ে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উলোøখযোগ্য সংখ্যক খেলোয়াড় খেলায় অংশগ্রহন করে। ২৮ ডিসেম্বর সমাপনি দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:সেলিম উদ্দিন। এতে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার মডেল হাই স্কুল, রানার্স আপ হয় কক্সবাজার সরকারী বালক বিদ্যালয়, ব্যাডমিন্টনে একক ও দ্বৈত চ্যাম্পিয়ন হয় বাংলা বাজার আইডিয়াল স্কুল এবং রানার্স আপ হয় কক্সবাজার মডেল হাই স্কুল। বালিকা বিভাগে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।