বান্দরবান প্রতিনিধি:

নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে সকাল থেকে খ্রিষ্টান ধর্মালম্বীরা মেতে ওঠেছে নানা উৎসবে । ২৫ ডিসেম্বর রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন শুরু হয় । বড় দিনকে ঘিরে সোমবার সকাল সদর উপজেলার শ্যারন পাড়ায় বড় দিনের কেক কাটেন পাবত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ, পাবত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল জাম্মান,সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পাবত্য জেলা পরিষদ সদস্য ক্যা সা প্রু,সদস্য জুয়েল বম প্রমুখ্য.অপর দিকে,সকালে জেলা সদরের ফাতিমা রানী গীর্জায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, ফাতিমা রানী গীর্জার ফ্রাদার ডমেনিক সরকার সিএসসি,ব্রাদার প্রমোদ সিএসসি,সিস্টার মেরি যোসেফো উপস্থিত থেকে প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটেন। এদিকে বড়দিন উপলক্ষে জেলা সদরের বিভিন্ন ব্যাপটিষ্ট চার্চ ও গীর্জাসহ প্রতিটি খ্রিস্টান সম্প্রদায়ের পরিবারে আনন্দের বন্যা বইছে ।