ডেস্ক নিউজ:
সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলনে হতাহতের ঘটনায় ‘পূর্বপরিকল্পিত’ কিছু পায়নি পুলিশের তদন্ত কমিটি।

অতিরিক্ত ভিড়, কিছুটা অব্যবস্থাপনা ও কমিউনিটি সেন্টারের প্রবেশ পথের ত্রুটির কারণেই ‘রীমা কমিউনিটি সেন্টারে’ পদদলনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) করা তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে এ তিনটি কারণের কথা উল্লেখ করা হয়েছে।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এ এস এম মোস্তাইন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সিএমপি’র পক্ষ থেকে গঠন করা এই তদন্ত কমিটির প্রধান ছিলেন।

তবে ঘটনার দিন রাতে মহিউদ্দিনপুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সকাল থেকে সব ঠিকঠাক মতো চলছিল। হঠাৎ করে দুপুরে এক সাথে এতো লোক কোত্থেকে আসলো? এটা কি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোন কারণ আছে তা আরো তদন্ত করা দরকার।’