শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:

স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা আগামী ১৯ ডিসেম্বারের মধ্যে ৫ দফা বাস্তবায়ন দাবিতে কর্মবিরতির আলটিমেটাম দিয়েছেন।

স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল মর্যাদা প্রদান, নির্ধারিত ভাতা বৃদ্ধি করা, বেতন বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য পরিদর্শকদের পদোন্নতি প্রদানপূর্বক জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদায়ন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব মতে স্বাস্থ্য পরিদর্শকদের পদনাম অপরিবর্তিত রেখে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান-এই পাঁচটি দাবিতে তারা আলটিমেটাম দিয়েছেন।

এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা আয়োজিত প্রাতিবাদ সভার কর্মসূচীতে বক্তারা বলেছেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের চেষ্টার ফসল হচ্ছে দেশের স্বাস্থ্য সেবার উন্নয়ন।

মাঠ কর্মীদের কাজের ফলেই স্বাস্থ্যসেবায় সরকার সাফল্য দেখাতে পারে। কিন্তু সেই মাঠ কর্মীরা আজ বিভিন্নভাবে উপেক্ষিত। এজন্য ৫ দিনের আলটিমেটাম দিয়ে ১৯ ডিসেম্বারের মধ্যে ৫ দফা মেনে নেয়ার আহবান জানিয়েছেন তারা।

প্রতিবাদ সভার বক্তারা বলেন, দাবি না মানলে আগামী ২৩ ডিসেম্বার থেকে মাঠ কর্মীরা নির্ধারিত জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকবে।
বাংলাদেশ স্বাস্থ্য মাঠ কর্মচারী এসোসিয়েশন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মোবাশ্বেরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক পল্লব বড়–য়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য মাঠ কর্মচারী এসোসিয়েশনের সহ সভাপতি চাইহ্লা মং চাক, সহ সভাপতি কামরুল হাসান শিমুল, সদস্য আব্দু রহিম, জেসমিন আক্তার, চিংহ্লাউ চাক, উম্মে হাবিবা প্রমুখ।

এ প্রতিবাদ সভার কর্মসূচীতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন, সোনাইছড়ি ইউনিয়ন,ঘুমধূম ইউনিয়ন,বাইশারী ইউনিয়ন ও দৌছড়ি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিবৃন্দ উপস্থিত ছিলেন।