ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। আগামী ১৬ ডিসেম্বর বর্তমান সভাপতি মা সোনিয়া গান্ধীর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

রাহুলের বয়স এখন ৪৭ বছর বছর। সভাপতি পদের জন্য দলেল কেউ মনোনয়ন জমা না দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচতি হয়েছেন।

কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুল্লাপাল্লি রামাচন্দ্রন সংবাদ সম্মেলনে জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। তিনি ৫ বছর ধরে কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

কংগ্রেসের বয়স ১৩২ বছর। এর মধ্যে ১৯৯৮ সাল থেকে ১৯ বছর দলটির নেতৃত্ব দিয়ে আসছেন সোনিয়া গান্ধী।

কংগ্রেসের সবচেয়ে খারাপ সময়ে হাল ধরতে যাচ্ছেন রাহুল গান্ধী। আর তার হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি।