মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ ফোরকানুল হকের পিতা কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রমজান আলী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।

বুধবার (৬ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আলহাজ্ব রমজান আলী ছিলেন ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক।

বৃহস্পতিবার সকাল ১১টায় কাটাখালী জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে।

প্রবীন এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া কমনা করেন ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী, আরবিয়া মারুফিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ, চকরিয়া আমজাদিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আ.ক.ম ছাদেক, ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নাছির উদ্দিন ও আরবি শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন ও মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ উপজেলা ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া মরহুমের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বেহেস্তের উচ্চ মর্যাদা কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তার হাতেগড়া রেখে যাওয়া অসংখ্য শিক্ষার্থীরা।