চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড থেকে ৪৭০০ ইয়াবা সহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর চট্টগ্রাম। এরমধ্যে দুইজন নারীও রয়েছে বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চারজনের মধ্যে দুই নারী হলেন ফরিদপুরের নূপুর ওরফে শ্রাবণী (২৫) ও টেকনাফের আনোয়ারা বেগম (৪৫)। এছাড়া গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালোকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে ট্রেনে করে ঢাকা হয়ে গোপালগঞ্জ যাবার পরিকল্পনা করেছিলো তারা।
আনোয়ারা বেগম এসেছিলেন তাদের ইয়াবাগুলো বুঝিয়ে দিতে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা চারজনকে আটক করেছি। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।