কোর্টবাজার ডিজিটাল ল্যাব
এন আলম মার্কেট, সৈকত রোড, কোর্টবাজার, উখিয়া, কক্সবাজার

: নিয়োগ বিজ্ঞপ্তি :

চিকিৎসা সেবাকে একধাপ এগিয়ে নিতে শীগ্রই উদ্বোধন হতে যাচ্ছে ‘কোর্টবাজার ডিজিটাল ল্যাব’। এরই ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদসমূহে জনবল নিয়োগ করা হবে।

ক্র:নং    -পদের নাম    -সংখ্যা    -যোগ্যতা ও অভিজ্ঞতা    -বেতনভাতদি

১. ম্যানেজার কাম হিসাব রক্ষণ অফিসার -১ জন – স্নাতকোত্তর(হিসাববিজ্ঞান), হিসাব পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা (অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিতিলযোগ্য)- আলোচনা সাপেক্ষ

২.অভ্যর্থনাকারী -(পুরুষ-২জন,মহিলা-২জন) -৪ জন -এইচএসসি, কম্পিটারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। -আলোচনা সাপেক্ষ

৩. ফার্মাসিস্ট -১ জন -সংশ্লিষ্ট পেশায় ডিপ্লোমা, এক বছরের অভিজ্ঞতা -আলোচনা সাপেক্ষ

৪. সহকারি ফার্মাসিস্ট -২ জন -এইচএসসি, এক বছরের অভিজ্ঞতা -আলোচনা সাপেক্ষ

৫. এক্সরে অপারেটর -১ জন -সংশ্লিষ্ট পেশায় ডিপ্লোমা, এক বছরের অভিজ্ঞতা -আলোচনা সাপেক্ষ

৬. ল্যাব টেকনেশিয়ান -২ জন -সংশ্লিষ্ট পেশায় ডিপ্লোমা, এক বছরের অভিজ্ঞতা -আলোচনা সাপেক্ষ

৭. সহকারি ল্যাব টেকনেশিয়ান -২ জন -এইচএসসি, এক বছরের অভিজ্ঞতা -আলোচনা সাপেক্ষ

৮. নার্স – ২ জন – সংশ্লিষ্ট পেশায় ডিপ্লোমা, এক বছরের অভিজ্ঞতা -আলোচনা সাপেক্ষ

৯. অফিস পিয়ন -১ জন -এসএসসি -আলোচনা সাপেক্ষ

১০. ইলেক্ট্রেশিয়ান -১ জন -অষ্টম শ্রেণি, দুই বছরের অভিজ্ঞতা -আলোচনা সাপেক্ষ

১১. ক্লিনার (মহিলা) -২ জন -অষ্টম শ্রেণি – আলোচনা সাপেক্ষ

১২. নৈশ প্রহরী -১ জন -অষ্টম শ্রেণি -আলোচনা সাপেক্ষ

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর, ২০১৭ এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, মোবাইল নং, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণসহ আবেদন, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয়তা সনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ ব্যবস্থাপনা পরিচালক বরারব আবেদন করতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক

কোর্টবাজার ডিজিটাল ল্যাব

এন আলম মার্কেট, সৈকত রোড,

কোর্টবাজার, উখিয়া, কক্সবাজার।

০১৮১৮২২২৫১২, ০১৮৭৮৭৫৪৮৪৯