প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ পেকুয়া উপজেলা শাখা গঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর পেকুয়া উপজেলার বারবাকিয়া রাখাইন বৌদ্ধ বিহারে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা পরবর্তী উক্ত পরিষদ গঠিত হয়। এসময় কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজু বড়ুয়া, বিপক বড়ুয়া, যুগ্ম-সম্পাদক এডভোকেট আশিষ বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
মংসাইরি রাখাইনকে সভাপতি এবং অং থেচিং রাখাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
পরিষদের অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবুমং রাখাইন, সহ-সভাপতি তেন মং রাখাইন, আপ্রো মং রাখাইন, মংলা (২) রাখাইন, উছেনথে রাখাইন, যুগ্ন সাধারণ সম্পাদক মংসাই রাখাইন, সাংগঠনিক সম্পাদক উচিংলা রাখাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সামং রাখাইন, অর্থ সম্পাদক অং চিং থোয়াই রাখাইন, সহ-অর্থ সম্পাদক আছিং শে রাখাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উথোয়াই রাখাইন, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক দুমং রাখাইন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মায়াইন রাখাইন, উপ- শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রুছিংঅং রাখাইন, দপ্তর সম্পাদক উলামং রাখাইন, উপ-দপ্তর সম্পাদক চিংশেই রাখাইন, ধর্মীয় সম্পাদক মংলা রাখাইন, উপ- ধর্মীয় সম্পাদক মিশাং রাখাইন, সাংস্কৃতিক সম্পাদক লামে রাখাইন, উপ-সাংস্কৃতিক সম্পাদক লাকি রাখাইন, সমাজ কল্যাণ সম্পাদক অং থোয়াইলা রাখাইন, উপ- সমাজ কল্যাণ সম্পাদক ছিং থেই রাখাইন।
পরিষদের নির্বাহী সদস্য বৃন্দ হলেন- ইউমং রাখাইন, উছামং রাখাইন, লাথোয়াই রাখাইন, মংয়াই রাখাইন, মিছিলুং রাখাইন প্রমূখ।
কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, পরিষদের গঠনতন্ত্র মোতাবেক আগামী দুই বছরের জন্য কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ পেকুয়া উপজেলা শাখা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি উক্ত পরিষদকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রশাসনসহ সকলের প্রতি আহবান এবং অনুরোধ জানিয়েছেন।