সিবিএন ডেস্ক :

কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত আন্ঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় জালালাবাদ ইউনিয়ন এবং ভারুয়াখালী ইউনিয়নের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে। এতে সি গ্রুপের মধ্যে কোন দল সেমি ফাইনাল খেলবে সেটা নিয়ে হিসাব নিকাশ জটিল হয়ে পড়েছে। খুরুশকুল ডেইলপাড়া মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের খেলায় খেলায় আজ মুখোমুখি হয় জালালাবাদ ইউনিয়ন বনাম ভারুয়াখালী ইউনিয়ন। বিকাল ৪ টায় শুরু হওয়া খেলায় উভয় দল টান টান উত্তেজান পূর্ন ম্যাচে বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ নস্ট করে। প্রথমার্ধের ৮ মিনিটে জালালবাদের লুৎফুরের সট ভারুয়াখালীর গোল বারের লেগে ফেরত না আসলে হয়তো আনেক আগেই গোলের দেখা পেত জালালাবাদ। অবশ্য ভারুয়াখালীও বেশ কয়েক সুযোগ পায় বিশেষ করে সাইফ এর কয়েক টি সট লক্ষভ্রস্ট হলে তারাও গোল বঞ্চিত হয়। পরে খেলার ৪০ মিনিটে জালালাবাদের পক্ষে এহসান হেড করে গোল করলে ১ গোলের লিড পায় জালালবাদ তবে সেটি বেশিক্ষন স্থায়ী হয়নি। ৪৬ মিনিটে ভারুয়াখালীর আকিব কে ডি বক্সের ভেতরে অবৈধ ভাবে বাধা দিলে পেনাল্টি পায়। এতে পেনাল্টি সটে গোল শুধ করে আকিব। সেই গোলেই ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। এতে ঐ গ্রুপ থেকে দুটি ড্র এবং একটি জয় দিয়ে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারুয়াখালী তবে তাদের বিরুদ্বে গত ম্যাচে অবৈধ খেলোয়াড় নিয়ে ম্যাচ জিতায় পয়েন্ট বাতিল হওয়ার শংকা আছে বলে জানা গেছে।