প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাহিদুর রহমান বলেছেন খেলাধুলা মানুষের শরীর এবং মনকে সুস্থ রাখে এতে মানুষ যে কাজে যায় সে কাজে সফল হতে পারে। তাই খেলাধুলাকে ব্যাক্তি জীবনে বেশি গুরুত্ব দিতে হবে। এই প্রযুক্তির সময়ে ঘরে আবদ্ধ বিনোদনের ছেয়ে যে টুকু সময় পাওয়া যায় মাঠে এসে ক্রীড়া চর্চা করার জন্য তিনি সবার প্রতি আহবান জানান। একই সাথে কক্সবাজারে খেলাধুলার ভাল পরিবেশ আছে জানিয়ে এটাকে গ্রহন করার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান তিনি। তিনি শুক্রবার কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। বিকাল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, এস্পন্সর প্রতিষ্ঠান কক্সবাজার ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ওসমান গনি, ডিএসএ সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, টেবিল টেনিস সম্পাদক ডিএসএ সদস্য খালেদ মোঃ আজম বিপ্লব, ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, সদস্য জাহিদ ইফতেখার প্রমুখ।