আব্দুর রশিদ, বাইশারী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেষ্কো কর্তৃক বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি পাওয়ায় শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয়, বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাইস্কুল, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বাইশারীতে অবস্থিত বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকের নেতৃত্বে এক বিশাল র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ প্রতিষ্ঠানে মিলিত হয়। এর পরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাইশারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস।
বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।
বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।
বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাইস্কুল অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।
লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রুবায়েদ নাহিদ নুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মনজুর আলম।
নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি আব্দুল জলিল।
রাঙ্গাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুতফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফরিদুল আলম।
অপর দিকে বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন বিকাল ৪টার সময় এক বিশাল আনন্দ র‌্যালী বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাইশারী বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আলম কোম্পানী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মংথোয়াইলা মার্মা, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জালাল আহাম্মদ, সাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রহিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি বাবুল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ, শ্রমিক লীগ সভাপতি আবু জাফর প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রহিম, মংলা মার্মা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হ্লাথোয়াইচিং মার্মা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জলিলুর রহমান, মুক্তার আহামদ ডিলার, ইউপি সদস্য আনোয়ার ছাদেক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।