নুরুল কবির বান্দরবান:
জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও বিভিন্ন সময় দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কেএসম। এ সময় জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং, কেন্দ্রীয় নেতা ও আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন, মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু ও বান্দরবান জেলা শাখার সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণ করার সময় এলাকায় চাঁদাবাজি ও অপহরণ বন্ধে জনসংহতি সমিতির সহায়তা কামনা করেন জেলা প্রশাসক। এ সময় বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৬সালের ১৪ই জুন আওয়ামীলীগের সদস্য মংপু মারমাকে অপহরনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ৩৮জনের নাম উল্লেখসহ আরো ১৫/২০জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করে। এ মামলায় বর্তমানে সকলে জামিনে থাকলেও গত ১৫ নভেম্বর রাজবিলা ইউনিয়নের মোটর সাইকেল চালকের উপর গুলি বর্ষনের ঘটনায় আবারো ১৮জনের নামে চাঁদাবাজি মামলা করে। এ মামলায় বর্তমানে ১৫ জন জেএসএস নেতাকর্মী কারাগারে রয়েছে।