জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

আরিফা জানান, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্র ফোরাম একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠান শেষে ফেরার পথে পল্টন মোড়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মিন্টুকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর মিন্টুকে প্রথমে পুরানা পল্টন পুলিশ বক্সে নেওয়া হয়। পরে তাঁকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ছাত্রদলের সহসভাপতি মামুন বিল্লাহ বলেন, ‘যতদূর শুনেছি আকরামকে পল্টন থানায় নেওয়া হয়েছে।’

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক এন‌টি‌ভি অনলাইনকে জানান, মতিঝিল থানায় করা একটি মামলায় ছাত্রদল নেতা আকরামুলের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।