বান্দরবান সংবাদদাত:
বান্দরবানে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে নবান্ন উৎসব’ ১৪২৪ বঙ্গাব্দ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ করা হয়। এর আগে প্রশাসন কর্মকর্তা,কৃষকসহ বিভিন্ন স্তরের লোকজন র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা প্রশাসক দিলীপ্ কুমার বণিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সনজিত কুমার রায়, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এবং লক্ষীপদ দাস।

পরে শিশু একাডেমী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ গীতিমালা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে অংশ নেন অতিথিবৃন্দ।