জালাল আহমদ, ঢাবি থেকে:

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে গভীর রাতে সংগঠিত নৃশংস জেলহত্যা নিয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান রচিত ‘সিক্রেট অব হিস্ট্রি’ গতকাল সন্ধ্যা সাত টায় ঢাবির টিএসসি অডিটোরিয়ামে মঞ্চায়িত হয়।জেলহত্যা নিয়ে সর্বপ্রথম রচিত এ নাটকে নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন।নাটকটি শত শত দর্শকের মন কাডে।নাটকের আয়োজনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক জানান,মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান অনস্বীকার্য। তাদের কে স্মরণ করতে পেরে আমরা গর্বিত। আর্থিক সহযোগিতা ও রিহার্সালের সুবিধা পেলে ভবিষ্যতে আমরা আরো এ রকম ভাল নাটকের আয়োজন করব।জাতীয় চার নেতারা হলেন সাবেক প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।