বান্দরবান প্রতিনিধি;

বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম এবং বান্দরবান পার্বত্য জেলা শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের ফিস্ট রেষ্টুরেন্টে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন উপ-পরিষদ চেয়ারম্যান সুব্রত কান্তি দাশ (ঝন্টু) নির্বাচিতদের শপথ বাক্যপাঠ করান।

শপথ বাক্য পাঠ করেন নব-নির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুছ, কার্যকরী সভাপতি অমল দাশ, সহ-সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজির আহমদ (কালু সেক্রেটারী), যুগ্ন সম্পাদক লিয়াকত আলী, সহ-সম্পাদক ফজল কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, অর্থ সম্পাদক মোঃ আবু তাহের, দপ্তর সম্পাদক মোঃ লোকমান (আলাউদ্দীন), প্রচার সম্পাদক আবু ছালেহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ নাছির উদ্দীন, কার্যকরী সদস্য মোস্তাক আহাম্মদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পুরবী চেয়ার কোচ মালিক সমিতির যুগ্ন-সম্পাদক আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী, জেলা শ্রমিকলীগ এর আহ্বায়ক মোঃ মুছা কোম্পানী, মোঃ কোরবান আলী বাচা প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ৮ অক্টোবর বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম এবং বান্দরবান পার্বত্য জেলা শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়।