সিবিএন ডেস্ক:
যুক্তরাজ্যে অবস্থানকালে লন্ডনের তাজ হোটেলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে ঢাকার বিচারিক আদালতে।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে বুধবার (১ নভেম্বর) অভিযোগ দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মশিউর মালেক। তার জবানবন্দি নিয়েছেন ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ। এ বিষয়ে বুধবার দুপুরের পর আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন ওই আইনজীবী।

অভিযোগে বলা হয়েছে, লন্ডনের তাজ হোটেলে গত ১৭ ও ১৮ জুলাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেত্রী। এ কারণে দেশে অরাজকতা তৈরি ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই বৈঠকের খবর আসার পর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন শাখার সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। অভিযোগে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি। এটি এখন ঢাকার একটি আদালতে বিচারাধীন আছে।