মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও কেক কাটা হয়েছে। ২৭ অক্টোবর বিকেলে ঈদগাঁও বাজার ও বিএনপি দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়। জাতীয়তাবাদী যুবদল ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ও ইউনিয়ন যুবদল কর্তৃক এ উপলক্ষ্যে বাজারের হাইস্কুল গেইট থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। যা প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে বাসস্টেশনের ন্যাশনাল হাসপাতাল প্রাঙ্গন প্রদক্ষিণ শেষে আবারো ডিসি রোড হয়ে বাজারের দক্ষিণ পাশের্^র ঈদগাহ মেডিকেল সেন্টার পর্যন্ত যায়। পরে সেখান থেকে চাউল বাজার হয়ে ডিসি রোডের পার্টি অফিসে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল সভাপতি মো. আজমগীর ও সাধারণ সম্পাদক কামাল হোসেন। পরে দলীয় কার্যালয়ে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নীতিনির্ধারকদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। র‌্যালী, আলোচনানুষ্ঠান ও কেক কাটার সময় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ ছাড়াও আওতাধীন বিভিন্ন ইউনিয়ন, ইউনিট ও ওয়ার্ড শাখাসমূহের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সমর্থক ও শুভাকাঙ্খীরা অংশ নেন। বক্তারা বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ইসি আহুত সংলাপ প্রহসনে পরিণত হলে দেশের যুব সমাজ রাজপথে আন্দোলনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার আদায় করবে। তারা এ ব্যাপারে সরকারের শুভ বুদ্ধি কামনা করেন।