নুসরাত পাইরিন: 

টেকনাফ সেন্টমার্টিনে জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।২০ অক্টোবর জুমাবার বিকালে  উদ্বোধন করেন প্রতিষ্টাতা ও জমিদাতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার শামসুল ইসলাম। সেন্টমার্টিনদ্বীপের পশ্চিমপাড়া ১নং ওয়ার্ডে এ মহিলা ও এতিমখানা স্থাপন করা হচ্ছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বী ও তাবলীগ জামায়েতের আমিন মাওলানা ঈমান হোসেন। এতে প্রধান অতিথি হিসাবেন উপস্থিত ছিলেন সেন্টমাটিন দ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ফিরোজ আহমদ খাঁন, মাওলানা নুরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান জানান, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করার জন্য প্রধান উদ্যোক্তা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব¦ মাষ্টার শামসুল ইসলাম প্রয়োজন পরিমাণ জমি দান করেছেন। একই সাথে মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন, শিক্ষার্থী ভর্তি ও নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।