নুরুল কবির, বান্দরবান,

বান্দরবানের লামা উপজেলায় নুর হোসেন (২৬) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্য রাতে ইউনিয়নের ফরিদ চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ সকালে খবর পেয়ে ঘরে তালাবদ্ধ অবস্থায় লাশ উদ্ধার করে।

সরই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, নিহত যুবক ওই এলাকায় জমি বর্গা চাষ করতেন। সেখানে তার মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন। গত কয়েকদিন আগে সেখানে তার ভাই ও ভগ্নিপতি বেড়াতে আসে। যাওয়ার সময় তারা নুর হোসেনের মাকে সঙ্গে করে নিয়ে যান। তাদের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল।

বৃহস্পতিবার ভোরে একটি ঘরের মধ্যে পরিবারের সদস্যরা তালাবদ্ধ অবস্থায় নুর হোসেনের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত যুবকের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর এলাকায় বলে জানা গেছে।

তবে স্থানীয়রা বলছেন নুর হোসেনের মা নুরুন্নাহারের বাড়ি মিয়ানমারের বুচিডং এলাকায়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনুয়ার হোসেন জানান, কিভাবে নুর হোসেন খুন হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে। তবে প্রাথমিকভাবে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে।