আব্দুর রশিদ, বাইশারী:

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে হারিয়ে যেতে বসা গ্রামীন জনপদের ঐতিহ্যবাহী হা-ডু-ডু, মল (দারিয়াবান্দা) ইত্যাদি খেলা গুলো পূনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে স্থানীয় লোকজন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ২ টায় ইউনিয়নের তুফান আলী পাড়ায় স্থানীয় লোকজনের উদ্যোগে ৫টি দলের অংশগ্রহনে মল (দারিয়াবান্দা) খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে নুরুল আলম গ্রুপ নামের একটি দল। খেলা পরিচালনা করেন প্রবনী মুরব্বী আবুল হোছন ও মোশারফ আলী।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ইউপি সদস্যা সাবেকুন্নাহার, রাবার বাগান মালিক ইঞ্জিনিয়ার ফারুক খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম, যুবদল সভাপতি জসিম উদ্দিন, তুফান আলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, নির্বাহী সদস্য মুফিজুর রহমান, আয়োজক কমিটির সদস্য নুরুজ্জামান প্রমুখ।