সিবিএন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে নিলামে তোলা হয়েছে বিশ্বের সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আঁকা ২৬টি চিত্রকর্ম। সেই নিলামে প্রায় ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে সেই চিত্রকর্মগুলো। বাংলাদেশি মুদ্রায় যা ৮০ লাখ টাকারও বেশি।

মোহাম্মদ আলীর চিত্রকর্ম ৮০ লাখ টাকায় বিক্রি

ভ্রমরের মতো দংশন (স্টিং লাইক এ বি)

বুধবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে নিলামে তোলা হয়েছিল মোহাম্মদ আলীর ২৬টি চিত্রকর্ম। এসব চিত্রকর্মের মধ্যে ছিল পেন্সিল-চারকোলে এবং রং-তুলিতে আঁকা ড্রইং, স্কেচ ও পেইন্টিং। সবগুলো চিত্রকর্ম মোট ৯ লাখ ৪৫ হাজার ৫২৪ ডলারে বিক্রি হয়েছে।

Boxing legend Muhammad Ali's rare collection of original artwork up for  auction - Hindustan Times

এসব চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘ভ্রমরের মতো দংশন’ (স্টিং লাইক এ বি) পেইন্টিংটি। নিলামে ৪ লাখ ২৫ হাজার ডলারে এই ছবিটি কিনে নিয়েছেন এক ক্রেতা।

সাবেক স্ত্রীর ফোন হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন দুবাইয়ের শাসক

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের রোগ পার্কিন্সন্সে ভোগার পর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মারা যান মোহাম্মদ আলী।