অনলাইন ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যকার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানী সৈন্যদের ছোঁড়া গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে। পাকিস্তান দাবি করেছে, কয়েকদিন আছে অস্ত্রবিরতি ভেঙে ভারত পাকিস্তানি সেনা ও বেসামরিক নাগরিকদের হত্যা করায় তারা এই প্রতিশোধ নিয়েছে। তবে এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা গণমাধ্যমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। জিও নিউজ।

এক বিবৃতিতে পাকিস্তানের আন্ত: বাহিনী জনসংযোগ অধিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, তাত্তাপানি সেক্টরে নিয়ন্ত্রণরেখার অস্ত্রবিরতি ভঙ্গ করে ভারতীয় সেনারা ৭ বছরের ১ শিশুসহ ৩ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। এর প্রতিশোধে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনা চৌকিকে লক্ষ্যবস্তু বানায়। এ ঘটনায় এক কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে বহু সেনা। ২টি বাঙ্কার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সম্প্রতি ভারতের বিরুদ্ধে অস্ত্র বিরতি লঙ্ঘনের অভিযোগ আনে পাকিস্তান। সে ঘটনায় ২ সেনা ও ৩ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কথা জানায় দেশটি। আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুরও এক টুইট বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।