সান্ত্বনা

প্রকাশ: ৩১ মার্চ, ২০১৯ ১১:৫১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


-মোঃ ফিরোজ খান

হায়রে জীবন অন্ধ ভুবন
চোখ থাকিতে দেখেনা সুজন,
ভালোবাসা ভালো বটে
জীবন সুখের ছলনাতে।

আমি আদম খুবই পাপী
বুঝতে চায়না সুখের সাথী,
অকারণে বায়না ধরে
সুখের জন্য ঝগড়া করে।

দুখের জীবন একাই ভালো
আপন সবাই হারিয়ে গেলো,
সন্তানেরা পাশে ছিলো
সহধর্মিণী অসহায় হলো।

কিসের জন্য কি কারণে
সুখের দিনে অনেকেই ছিলো,
দুখের খবর যখন পেলো
আকাশ জুড়ে মেঘ নামিল।

মা-বাবা হারিয়ে গেলো
তারাই আমার সাথী ছিলো,
কষ্টের সময় কাছে ডাকতেন
দুখের সময় সান্ত্বনা দিতেন।