বার্তা পরিবেশক :
উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন (রেজিঃ নম্বর:১০২৮) এর কক্সবাজার জেলা পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৫ সেপ্টেম্বর সকালে হোটেল কল্লোল মিলনায়তনে মেধাবী শিশু শিক্ষার্থীদের মিলন মেলা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- সুপ্রীম কোর্টের আইনজীবী, কক্সবাজারের কীর্তিমান নারী নেত্রী ্এডভোকেট নাসরিন ছিদ্দিকা লিনা বলেছেন-নিরক্ষরমুক্ত ও স্মার্ট, সু-শিক্ষিত জাতি গঠনে কক্সবাজারের কিন্ডার গার্ডেন স্কুল সমূহ অগ্রণী ভূমিকা পালন করছে। লেখপাড়ার পাশাপাশি কিন্ডার গার্ডেন স্কুল সমূহের সহ-শিক্ষা কার্যক্রম প্রশংসনীয়।

বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ কাজী দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি লায়ন এম.এ রশিদ মিয়া বলেছেন-সারা দেশের কোমল মতি মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে বিদ্যা চর্চার প্রতিয়োগিতার মানসিকতা তৈরীতে প্রতিবছর আমরা সারা দেশে প্রতিয়োগিতামূলক বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি, যা সরকার স্বীকৃত।

তিনি আরও বলেন-৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। এটি শিশু মনে নেতিবাচক প্রভাব পড়ে।

এতে বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন-শিক্ষায় পিছিয়ে পড়া কক্সবাজারের অগ্রসরমান শিক্ষা বিস্তারে জেলার কিন্ডার গার্ডেন স্কুল সমূহের ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- এসোসিয়েশনের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এম.এ কুদ্দুস, অর্থ সম্পাদক মারুফ মিয়া, কক্সবাজার পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, পৌর কাউন্সিলর শিক্ষাবিদ আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন, প্রবীণ শিক্ষাবিদ বোরহান উদ্দিন।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন ও মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক, সাংবাদিক এম.আর মাহবুব, বক্তব্য রাখেন-শিক্ষাবিদ নজরুল ইসলাম, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম প্রমূখ।

পরে অতিথি বৃন্দ বৃত্তি প্রাপ্ত জেলার ১৮০ জন কৃতি ছাত্র/ছাত্রীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।