শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক, সেতু যোগাযোগ মন্ত্রী  ওবায়দুল কাদের এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক টিমের নেতাদের উপস্থিতিতে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের জনসমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন ইউনিয়নে চলছে ব্যাপক প্রস্তুতি। সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি দেখাতে কোমর বেধে মাঠে নেমেছে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।একদিকে চলছে মাঠে সাজসজ্জার কাজ,অন্যদিকে লোক সমাগম করতে চলছে রুদ্ধশ্বাস বৈঠক। আওয়ামীলীগের পাশাপাশি সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা চালাচ্ছে সমান তালে প্রচারণা। বসছে বৈঠকে। টার্গেট সর্বোচ্চ লোক সমাগম। ধম পেলানোর সময় নেই স্থানীয় নেতাকর্মীদের। গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল,জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর উপস্থিতিতে ঈদগাহ্ হাইস্কুল মাঠে জেলা, উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠক থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেন উপস্থিত নেতাকর্মীরা। সে লক্ষে ২০ সেপ্টেম্বর বিকালে বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনটির সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারেক আজিজের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু,স্থানীয় চেয়ারম্যান ছৈয়দ আলম, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু সহ প্রতিটি ওয়ার্ড কমিটি সভাপতি, সম্পাদক,ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।অনুরূপ ভাবে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি মুলক সভা স্থানীয় ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান নুর ছিদ্দিকে সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বারের পরিচালনায় প্রধান অথিতি ছিলেন সদর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব, বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ঈদগাঁও থানার আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা,সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্ডি এমইউপি, যুবলীগের সেক্রেটারি দিদারুল ইসলাম এমইউপি,থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদসহ প্রত্যক ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। একইদিন বিকাল ৫ টায় পাবলিক লাইব্রেরীর শহীদ মিনারের পাশে সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দীন পুতুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর পরিচালনায় সদর কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়নের সভাপতি, সম্পাদক, আহবায়ক, যুগ্ন আহবায়কগন উপস্থিত ছিলেন।দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে জনসমাবেশ সফল ও স্বার্থক করতে মাইকিং,লিফলেট, ব্যানার, পোষ্টার,ফেস্টুন ও তোরণ নির্মাণের কসজ চলছে।এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব সিবিএনকেকে জানান,২৩ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০ হাজারও অধিক লোক সমাগমের মাধ্যমে জনসমাবেশ সফল করতে ইতিমধ্যে প্রায় প্রস্তুতি শেষ হয়েছে।