সিবিএন :

কক্সবাজার সিটি কলেজ অনার্সে আরো ২টি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করেছেন । এই ২টি নতুন সাবজেক্ট হচ্ছে পদার্থ বিজ্ঞান ও প্রাণ-রসায়ন । এ সেশন থেকে ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে কলেজ অধ্যক্ষ ক্য থিং অং সিবিএনকে এ সংবাদ জানিয়েছেন।

জানা গেছে , ইতোপূর্বে আরো ১৩টি বিষয় অনার্স অধিভুক্তি লাভ করেছিল । এ নিয়ে বর্তমানে ১৫টি বিষয়ে অনার্সে লেখাপড়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা । বিশেষ করে বিজ্ঞান শিক্ষায় পদার্থ বিজ্ঞান ও প্রাণ-রসায়ন বিষয়গুলোর সংযোজন কক্সবাজার জেলায় প্রথম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে ২য় তম কলেজ। এর ফলে বিজ্ঞান শিক্ষার বিকাশের অগ্রযাত্রায় আরো একধাপ এগিয়ে গেল এই কলেজ ।

প্রসঙ্গত উল্লেখ্য যে , এ কলেজে ৬টি বিষয়ে মাস্টার্সে লেখাপড়ার সুযোগ আছে। এদিকে  কক্সবাজার সিটি কলেজকে শিক্ষা উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজ গভর্ণিং বডির সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, অধ্যক্ষ ক্যথিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক ও সকল শিক্ষক ও ছাত্রছাত্রী।