cbn  

সাইফুল ইসলাম বাবুল : কক্সবাজারের  পেকুয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে বলে জানা গেছে ।

আজ বুধবার( ১৯সেপ্টেম্বট) চট্টগ্রাম থেকে ১ টি বাঁশখালী সুপার বাস যাত্রী নিয়ে পেকুয়ার টইটং আসছিলেন।  সকাল সাড়ে ১০টার দিকে টইটং সীমান্ত ব্রীজের পাশে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।  এতে লেদু মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছে ।  নিহত লেদু টইটং ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার মৃত কবির আহমদের ছেলে বলে জানা গেছে ।  লেদু সড়কের পাশে ঘাস কাটছিলেন।  ২জন আহতের খবর পাওয়া গেছে।  তবে আহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন  আহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই বাসে কয়েকজন যাত্রী ছিল। তারা জানায় আরো পানির নিচে এখনো মানুষ রয়েছে। স্থানীয়রা উদ্ধার চেষ্টা অব্যাহত রেখেছে।

নিহত লেদু মিয়া
  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •