★ মেসির বার্ষিক ইনকাম ৮৪০ লক্ষ ইউরো।
★মেসি তার ৮০% ইউনিসেফকে দান করে দেয়।
★চ্যারিটেবল ট্রাস্ট ইউনেস্কোর ৪৭% আয় আসে মেসির দান থেকে।
★ সারা বিশ্বের ১৮৯ টি দেশের ৮৬৪৩ টি স্কুল তৈরিকারী ব্যক্তি হলেন মেসি।
★মেসি বছরে ৪০ মিলিয়ন শিশুদের স্কুলের ব্যয়ভার বহন করে।
★মেসি বার্সেলোনা থেকে মিলিয়ন মিলিয়ন ইউরো নেয় তাই না? এই অর্থের বড় একটি অংশ দান করেন বার্সারই যুব প্রকল্প লা মাসিয়াতে যেখানে মেসি নিজেই বড় হয়েছেন।
★ মেসির চ্যারিটেবল ট্রাস্ট মেসি ফাউন্ডেশন বছরে ১০ মিলিয়ন পথ শিশুদের আর্থিক এবং সামাজিক সমস্যার সমাধান করে থাকে।
★মেসি কর ফাঁকির মামলায় পাওয়া ৬৫ হাজার ইউরো গরিব শিশুদের মাঝে দান করে দিয়েছেন।
★মেসি বিশ্বকাপে রানার্সাপে পাওয়া পুরো টাকা আর্জেন্টিনার একটি হাসপাতালে দান করে দিয়েছিলেন।
★ইজরাইল যখন ফিলিস্তিনের উপর হামলা করেছিল তখন মেসি বলেছিল আমি ঘৃনা করি ঐ সমস্ত ব্যক্তিদের যারা শিশুদের উপর আঘাত করে এবং পরে নিজেই ফিলিস্তিনে গিয়ে সেই শিশুদের মাঝে দান করেছিলেন ১০ মিলিয়ন ইউরো।
★ফোর্বেস এর তালিকায় মেসি বিশ্বের সেরা ৫০ ডোনেটরের মধ্যে আছে।
.
এবার আসল কথায় আসি।
হ্যা, আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা কে সাপোর্ট করার এক এবং একমাত্র কারণ হলো মেসি। আর্জেন্টিনার অর্জন গুলো না জেনেই আমি আর্জেন্টিনা কে সাপোর্ট করি কারণ একটাই। তা হলো মেসি।
আমি মনে করি বাংলাদেশে এমন একজন কে খুঁজে পাওয়া যাবে না যার মেসি কে নিয়ে ট্রল করার যোগ্যতা আছে। কিন্তু দূর্ভাগ্য! যে কেউ ই মেসি কে নিয়ে বাজে বাজে ট্রল করছে। বাঙ্গালী বলে কথা!!!!
,
আমি চাচ্ছিলাম ব্রাজিল না জিতুক। কারণ ব্রাজিল জিতলেই মেসি কে নিয়ে ট্রল হবে। তাই-ই হলো।
আমরা ব্যক্তিগত ভাবে এক একজন এক এক দলকে সাপোর্ট করতেই পারি তাই বলে এই নয় যে অন্য দলের কোন প্লেয়ার কে নিয়ে আজেবাজে ট্রল করবো।
হ্যা! মানলাম আপনি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল সাপোর্ট করেন ভালো কথা কিন্তু মেসি কে নিয়ে কেন ট্রল করবেন???
আর এত লাফানোর কি আছে! আপনি জানেন, ব্রাজিলে আযান দেওয়া নিষেধ। আর মেসিকে নিয়ে ট্রল করছেন! মেসি ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদ করেছে না খেলে। আর ইসরাইলের সাথে না খেলার জন্য খেলার ব্যয়ভার একাই বহন করেছিল।
,
আর্জেন্টিনা হেরে গেছে।আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমার খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু ঐ সময়ে মেসির মুখটাই চোখে পানি এনে দেওয়ার জন্য যথেষ্ট।
আমি ব্যক্তিগত ভাবে মেসি কে সম্মান করি। অবশ্য সম্মান করার যথেষ্ট কারণ আছে। মেসির জন্য সম্মান এবং ভালবাসা ছিল, আছে এবং আজীবন থাকবে।
—–সংগ্রহে আবদুল মালেক নাঈম,কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’