না‌ছির উদ্দীন পিন্টু, ঈদগাঁও:

কক্সবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও থে‌কে ঈদগড় সড়‌ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সিডিউল মোতাবেক কাজ করছেন না সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। এলজিইডি কর্তৃক ৬৳.৫ কি‌মি স‌লিং কাজটিতে ঠিকাদারী প্র‌তিষ্টা‌ন ব্যাপক দূর্নী‌তি অ‌নিয়‌মের মাধ্য‌মে প্রায় শেষ পর্যা‌য়ে। সরেজমিনে দেখা যায়, মাস্টার প্লান মোতাবেক সড়কের কাজ‌টি ক‌রে নি। আজ ২৫ এ‌প্রিল সকা‌লে স্থানীয় সরকারের প্র‌কৌশলী স‌রেজ‌মি‌নে প‌রিদর্শন ক‌রেন। তখন তি‌নি লক্ষ্য ক‌রেন রাস্তার গ্রাউ‌ন্ডে কোন কাজ না ক‌রে, কং‌ক্রিট না দি‌য়ে, নষ্ট হওয়া পুরাতন রাস্তার কং‌ক্রিটের উপ‌ড়েই পিচ স‌লিং করা হ‌চ্ছে। প‌রিদর্শক তাৎক্ষ‌নিক কিছু অংশ নির্মান কা‌জে ব্যবহৃত কোড়াল দি‌য়ে তু‌লে পে‌লেন। এবং রাগা‌ন্বিত ক‌ন্ঠে ঠিকাদার প্র‌তিষ্টা‌নের কর্মকর্তা‌দের নি‌র্দেশ দেন যেসকল স্থা‌নে অ‌নিয়ম হ‌য়ে‌ছে তা সবগু‌লো পূনরায় কাজ করার।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় সম্মা‌নিত ব্য‌ক্তিরা জানান, কাজের মান এতটা খারাপ হলে এ রাস্তা একবছরও টিকবেনা। কারণ সড়কটিতে প্রতিদিন বিপুল সংখ্যক মালবোঝাই ট্রাক ও লরিতে মালামাল লোড-আনলোড করা হয়। এ ব্যাপারে সাবলিজ গ্রহিতা ঠিকাদার প্র‌তিষ্টা‌নের সাইড ম্যা‌নেজার রিপনের মুঠো ফোনে যোগা‌যোগ করা হ‌লে জানান, ঘটনা স‌ত্যি ত‌বে প্র‌কৌশলী’র মাস্টার প্লান অনুযায়ী কাজ কর‌বে ব‌লে জানান, প্র‌তি‌বেদক‌কে।