মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় ৭৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার বিকালে পৌরসভা এলাকার ছোটনুনারবিল পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- ছোটনুনারবিল পাড়ার বাসিন্দা হ্লাথোয়াইপ্রু মার্মার ছেলে বাচিং মার্মা (৪০) ও রবিউল ইসলাম রতনের ছেলের মো. ইউছুপ (২৬)।

সূত্র জানায়, বাচিং ও ইউছুপ ছোটনুনার বিল পাড়ায় ইযাবা বিক্রি করছে; এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর চাম্পাতলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রহমত আলীর নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সোমবার বিকাল ৪টার দিকে পাড়ায় অভিযান চালায়। এ সময় ৭৩ পিচ ইয়াবাসহ দুই জনকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২৫০০ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করেন। পরে আটকদের থানায় সোপর্দ করে সেনাবাহিনীর সদস্যরা।

ইয়াবাসহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।