প্রেস বিজ্ঞপ্তি:

মক্কা প্রবাসীদের সংবর্ধনা সভায় কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, ২০০৮ সালে যারা নির্বাচনে জয়ী হয়েছিলো; তারা কোন বন্যায় রামু-কক্সবাজারের মানুষের খবর রাখেনি। সুখে-দু:খে মানুষের পাশে দাঁড়াইনি। ওই নির্বাচনের পর হাজার হাজার একর সম্পত্তির মালিক হয়েছে কথিত বিএনপি নেতা। আগামী নির্বাচনে মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।

মঙ্গলবার রাত ৯টার দিকে সৌদি আরবের মক্কায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। মক্কা বঙ্গবন্ধু সৈনিকলীগ আয়োজিত সংবর্ধনায় আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি বলেন- বিগত চার বছরে কক্সবাজার ও রামুতে বাংলাদেশের সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। কক্সবাজার বিমানবন্দরে ইতিমধ্যেই আর্ন্তজাতিক বিমানবন্দর হিসেবে বোয়িং বিমান চলাচল শুরু হয়ে গেছে। রেল লাইন সম্প্রসারণের কাজ অতি সম্প্রতি দৃশ্যমান হবে। বিশে^র সর্বাধুনিক দৃস্টিনন্দন মেরিন ড্রাইভ প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম হওয়ায় বিদেশীরা কক্সবাজারের প্রতি আগ্রহ প্রকাশ করছে। রামুতে আইসিটি পার্ক হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান- এমপি কমল।

মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্কা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মাস্টার সেলিম, মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহাম্মদ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, কক্সবাজার সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেদ্দা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজিজ, মক্কা সৈনিকলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ, যুবলীগ নেতা মুজিব উল্লাহ, সাংবাদিক সোহেল, ছৈয়দ নুর, নন্দাখালীর মো. আজিজ, মহেশখালীর মৌলানা নেজাম উদ্দিন, মৌলানা নেজাম, যুবলীগ নেতা মো. হাসান, মনজুর আলম, মো. আকতার ও ইমরান হোসেন রুবেল প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার সৌদি প্রবাসীরা এমপি কমলকে সংবর্ধিত করেন।