সময়নিউজ : বাংলাদেশকে এগিয়ে নিতে হলে একটি অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে হবে।

সোমবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অ্যামেরিকান চেম্বার ইন বাংলাদেশ -অ্যামচ্যাম আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ হওয়ার জন্য মানুষের মত প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরী বলেও মত দেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্র হলো সরকার গঠনের একটি জটিলতর ব্যাপার। তাই গণতন্ত্রের সমৃদ্ধ উন্নয়নের জন্য আমাদের চেষ্টা করে যেতেই হবে। আমরা বরাবরই বলে আসছি, জমায়েত হওয়ার ও কথা বলার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার কথা। একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের কথা। আবারো এসব ব্যাপারেই জোর দিচ্ছি। কেননা অংশীদার হিসেবে আমরাও চাই একটি শক্তিশালী, স্থিতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ।