বার্তা পরিবেশক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ^বিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে উঠা ঢাকা বিশ^বিদ্যালয়ের এক সময়ের তুখোড় মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওসমান গণি মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণ সংযোগ করেছেন।আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে গতকাল ৩১/০৩/১৮ ইং রোজ শনিবার সারাদিন মহেশখালীর উত্তরাঞ্চলে নৌকার ভোট ব্যাংকের দূর্গ হিসেবে পরিচিত কালারমারছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ব্যাপক গণসংযোগে অংশ নেন। সকালের দিকে মহেশখালীর উত্তরাংশের প্রবেশদ্বার চালিয়াতলীতে গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। ধাপে ধাপে চালিয়াতলী, এতদন্ঞলের সংখ্যালঘু অধূষ্যিত বড়ুয়া পাড়ায় পৌছে তাদের খোজ -খবর নেন, বড়ুয়া পাড়া বাজারে সংখ্যালঘু সম্প্রদায় সহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় শেষে উত্তর নলবিলা এলাকায় এসে স্থানীয় তৃণমূল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। মতবিনিময় সভায় সর্বস্তরের জনতার অংশগ্রহণে তৈরী হয় বেশ উৎফুল্ল আবহ। তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে আগামীতে নৌকার বিজয় ও এতদন্ঞলের উন্নয়নের ধারাবাহিকতায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন এবং আমজনতার মাঝে সরকারের সফলতা তুলে ধরার আহবান জানান। সেখান থেকে বাংলাদেশের জাতীয় ফুটবলার এতদন্ঞলের কৃতী খেলোয়াড় সবুজের অসামান্য কৃতিত্ব থাইল্যান্ডে হ্যাটট্রিক গোল করায় তার বাড়ীতে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে তার হাত ধরে মহেশখালীবাসীকে জাতীয় ভাবে আর ও সম্মান বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত এ নেতাকে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের দু প্রতিবন্ধী ছাত্র সম্পর্কে অবহিত করলে প্রতিবন্ধী ছাত্র সালাহউদ্দিন ও মামুনুল ইসলাম কে তাৎক্ষনিক আর্থিক অনুদান প্রদান করেন। উল্লেখ্য যে, দ্বীপ উপজেলা মহেশখালী -কুতুবদিয়া চষে বেড়ানো আমজনতার এ নেতা কুতুবদিয়া মহেশখালীর ছাত্র সমাজের প্রাণের সংগঠন তথা আলোচিত সামাজিক সংগঠন “পরিবর্তন চট্টগ্রামের” উদ্দ্যেগে চট্টগ্রামে আয়োজিত গত ৩০/০৩/২০১৮ ইং তারিখ রোজ শুক্রবার বিকালে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও অভিষেক অনুষ্টানে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য জনাব ড:ইফতেখার উদ্দিন চৌধুরী।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত মহেশখালী-কুতুবদিয়ার ছাত্র সমাজের উদ্দ্যশ্যে তিনি বলেন “”মহেশখালী-কুতুবদিয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।বিশেষ করে মহেশখালীকে গড়ে তুলছেন বিদ্যুতের হাব হিসেবে।শুধু মহেশখালী দ্বীপ থেকেই সরকার ১০০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে।মাতারবাড়ী,হোয়ানক,কালারমারছড়ায় বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র, এল,এন,জি টার্মিনাল, ইস্টার্ন রিফাইনারী তথা তেল শোধনাগার কেন্দ্র, ধলঘাটা,কালারমারছড়ায় বেশ কয়েকটি অর্থনৈতিক জোন গড়ে তোলার কাজ হাতে নিয়েছে সরকার। তাছাড়া রয়েছ মাতারবাড়ী-ধলঘাটা হয়ে ফাসিয়াখালী পর্যন্ত আধুনিক মানের চার লেনের সড়ক, ধলঘাটা-মাতারবাড়ীর সংযোগ স্থলে জাইকার অর্থায়নে গভীর সমূদ্র বন্দর নির্মাণ প্রকল্প,পাশাপাশি কুতুবদিয়াতে ও নির্মিত হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র ও এল,এন,জি টার্মিনাল। এ সমস্ত মেগা প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে মহেশখালী-কুতুবদিয়ার দৃশ্যপট পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ এর স্বপ্ন পূরনে উন্নত বিশ্বের কাতারে লিপিবদ্ধ হবে বাংলাদেশের নাম। তিনি উপস্থিত ছাত্র সমাজের প্রতি আর ও আহবান জানান এ সমস্ত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে পরিবর্তন হবে আমাদের পেশা।সেই পরিবর্তীত পেশার সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা তথা কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। এ বিষয়ে ছাত্র সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে, অন্যথায় আমাদের নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারবেনা।