নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হিসাবে দ্বায়িত্ব নিলেন সাইফুল আশ্রাব। ৪ অক্টোবর বুধবার সকালে কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক ও ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মুমিনুল ইসলামের কাছ থেকে তিনি দ্বায়িত্ব বুঝিয়ে নেন। এর আগে ৩ অক্টোবর পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন
সাইফুল আশ্রাব। সাইফুল আশ্রাব ইতিপূর্বে পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়, চট্রগ্রাম বিভাগীয় কার্যালয় ও কক্সবাজার জেলা কার্যালয়ে দক্ষতা ও সুনামের সাথে কাজ করেছেন।
দ্বায়িত্ব নিয়ে সহকারী পরিচালক সাইফুল আশ্রাব বলেন, কক্সবাজারে পরিবেশ অধিদপ্তরের ভাবমুর্তি ফিরিয়ে আনতে তিনি ন্যায়,নিষ্টা ও সততার সাথে কাজ করে যাবেন। সেই সঙ্গে পর্যটন শহর কক্সবাজারের পরিবেশ সংরক্ষণে কাজ করতে কক্সবাজারবাসীর সহযোগীতা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন কালে সরদার শরিফুল ইসলাম নানা অনিয়ম ও দূর্ণীতে জড়িয়ে পড়ায় তাকে খুলনা বিভাগীয় কার্যালয়ে শাস্তিমূলক বদলী করে পরিবেশ অধিদপ্তর।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের নতুন এডি সাইফুল আশ্রাব
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।