হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুতে যে ব্যক্তির ফেসবুক একাউন্টকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধদের মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়েছিলো, সেই উত্তম বড়ুয়া ঘটনার পর থেকে গত পাঁচ বছর ধরে নিখোঁজ। উত্তম বড়ুয়া কোথায় আছে সে সম্পর্কে
পরিবার এবং পুলিশের কাছে পরিষ্কার কোন তথ্য নেই। উত্তম বড়ুয়ার স্ত্রী রিতা বড়ুয়া সন্দেহ করেছেন তার স্বামীকে হয়ত মেরে ফেলা হয়েছে। গত পাঁচ বছরে কোনো চিঠি বা টেলিফোন তিনি পাননি। তিনি বলেন, “আমার ধারনা ওনাকে কেউ মেরে ফেলেছে। না হয় উনি তো ফোন করতেন আমাদের।”
অন্যদিকে পুলিশের ধারনা উত্তম বড়ুয়া আত্মগোপনে রয়েছেন। তাকে খোঁজা হচ্ছে এবং তদন্তকারীরা আশা করছেন তাকে পাওয়া যাবে। উত্তম বড়ুয়া তার ফেসবুক
একাউন্টে কোরআন শরিফ অবমাননা করেছেন- এই কথা ছড়িয়ে দিয়ে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেক বাড়িঘর মন্দিরে হামলা চালানো
হয়। উত্তম বড়ুয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলা হয়েছিল। সেই মামলায় তাকে প্রধান আসামি করে অভিযোগপত্রও দেয়া হয়েছে।
যে ফেসবুক একাউন্টের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনা হয়েছিল সেটি নিখোঁজ উত্তম বড়ুয়ার ফেসবুক একাউন্ট হিসেবে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা।
তবে অবমাননার ছবি তিনি নিজে আপলোড করেছেন, নাকি অন্য কেউ তাকে ট্যাগ বা যুক্ত করেছে সে বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি।
বৌদ্ধমন্দির হামলার পাঁচ বছরেও উত্তম বড়ুয়া নিখোঁজ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।