মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরী হাটে মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) সকালে মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন তিন কসাই। আটক ফারুক (৩৫),লিটন(৩৮) ও সিরাজ(৩২) নামের তিন কসাইকে ১ মাসের কারাদন্ড জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত তিন জনই নগরীর বায়েজিদ এলাকায় বসবাস করেন। প্রতিদিন তারা চৌধুরীহাট বাজারে গরুর মাংস বিক্রি করে আসছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার চৌধুরী হাটে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রি করছিল কতিপয় কসাই। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে চৌধুরীহাট বাজার ব্যবসায়ি সমিতি সভাপতি মোহাম্মদ ইসহাক খবর দেয়। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে ইউএনও থানা থেকে পুলিশ ফোর্স নিয়ে চৌধুরীহাট বাজারে অভিযান চালিয়ে তিন কসাইকে আটক করে উপজেলা কার্য্যলয়ে নিয়ে আসে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার নেছা শিউলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত গরুর মাংস বিক্রির অপরাধে আটক তিন কসাইকে এক মাসের সাজা প্রদান করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বেলাল উদ্দিন জাহাঙ্গীর তিন জন কসাইকে আটকের কথা স্বীকার করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।