প্রেস বিজ্ঞপ্তি:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন মহেশখালীতে সকলের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে। এ সম্প্রতি কেউ বিনষ্ট করতে চাইলে তাদের কাঠোরভাবে দমন করতে হবে। মহেশখালীতে সকল ধর্মের মানুষ ধর্মীয় উৎসবে একে অপরকে সহযোগীতা করে। আমরা এই অবস্থাটি ধরে রেখে এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ গড়তে চাই। তিনি গতকাল বেলা ১২টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দুর্গাপুজা উপলক্ষ্যে মহেশখালীর বিভিন্ন পুজা মন্ডপে সহায়তা বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে ও প্রণব কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সহকারি কমিশনার ভুমি বিভিষণ কান্তি দাশ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ ও মাষ্টার ব্রজগোপালসহ নেতৃবৃন্দ।

বেলা সাড়ে ১২টায় তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবল কালাম।