মোঃ নাছির উদ্দিন,রামু :
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ গেইট সংলগ্ন মহাসড়কে চট্টগ্রামমুখী ইউনিক পরিবহন এর সাথে কক্সবাজারমুখী পিকআপের মুখামুখী সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে।আহতদের উদ্ধার করে রামু হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ গেইট সংলগ্ন ( চট্টমেট্টো- ব ১১-০৮০৯ নাম্বার) যাত্রীবাহী বাস ইউনিকি পরিবহন এর সাথে চট্টগ্রামের রাউজান থেকে ছেড়ে আসা এ বি এম ফজলে করিম চৌ: এমপি ত্রাণ বাহী পিকআপের সাথে মুখামুখী সংঘর্ষ হয়।এতে পিকআপের ড্রাইভারসহ ৩জন আহত হয়।আহতরা হলেন রাউজান এলাকার ডালিম মেম্বার,পিকআপের ড্রাইভার ও হেলপার।
খবর পেয়ে রামু ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় দিকে যানজট হওয়া গাড়ী চলাচলের ব্যবস্থা করেন। জোয়ারিয়ানালা পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমদ প্রিন্স এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।