মহসীন শেখ:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. ভুট্টু (২২) নামে এক যুবক ভেসে গেছে।  শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভেসে গেলে রাত ১০ টায় এ খবর লেখা পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। সে শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মো. মনুর ছেলে।

ভুট্টুর ছোটভাই মো. সাকিব জানান, শুক্রবার সকালে তারা একসঙ্গে প্রায় ২০ জন সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামে। এসময় তার ভাই ভুট্টু হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। ওই সময় অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি। এরপর থেকেই তাকে খোঁজ করা হচ্ছে। পরে ট্যুরিষ্ট পুলিশকে জানানো হলে পুলিশ ও লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধারে বেশ তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।
কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি বলেন, খবর পেয়ে সম্ভাব্য একাধিক স্থানে খোঁজ করা হয়। কিন্তু কোথাও খোঁজ মিলেনি। চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে ভুট্টুর মা মারা যান। অসহায় ও দরিদ্র পরিবারের একমাত্র সম্বল ছিল ভুট্টু। এখন তাকেও হারিয়ে শোকের মাতম চলছে তার পরিবারে।