প্রেস বিজ্ঞপ্তি :

আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৯ সেপ্টম্বর আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস পালনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ওই দিন সকাল ৯ টায় কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং কক্সবাজারের বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের অংশ গ্রহণে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে এক বণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি কক্সবাজর লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে গিয়ে শেষ হবে। ওই স্থান থেকে সমুদ্র সৈকত বীচ ক্লিনিং কর্মসূচি শুর” হবে।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউএনডিপি এর কক্সবাজার প্রতিনিধি সাইফুল তারেক ফুয়াদ, মো: আব্দুল মালেক,পরিবেশ অধিদপ্তরের ইন্সিপেক্টর মমিনুল ইসলাম,কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষ পরিষদের আহবায়ক মাহমদুর রহমান মাসুদ,পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আব্দুল আলীম নোবেল,সাংবাদিক মো: আমান উল্লাহ,পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের এসোসিয়েট মেম্বার সিয়াম মাহমুদ সোহেল,রবিউল ইসলাম রবি,মোহাম্মদ সোহেল ও মোরদেশ প্রমুখ।