শাহেদ মিজান, সিবিএন
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় সজল কান্তি ধর (৩৫) নামে এক রিক্সা মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে সবুজ সিকদার নামে এক রিক্সাচালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘোনার পাড়ার ফারুকের গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত সজল কান্তি ধর ঘোনারপাড়ার বিবেকানন্দ এলাকার মৃত হৃদয় রঞ্জন ধরের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জের ধরে রিক্সাচালক সবুজ সিকদার সজল কান্তিকে ধরকে গ্যারেজে থাকা লোহার যন্ত্রাংশ দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত সজল ফারুকের গ্যারেজে কাজ করতেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, নিহত সজলের মাথায় চারটি বড় আঘাত রয়েছে। মাথার আঘাতেই তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান বলেন, ‘কথা কাটাকাটি জের ধরে লোহার যন্ত্রাংশ দিয়ে সজলকে আঘাত করা হয়। আঘাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতককে আটক করা হয়েছে।’