শেফাইল উদ্দিন, কক্সবাজার সদর :

রোহিঙ্গাদের গণহত্যা, অমানিবক নির্যাতন ও অগ্নিসংযোগের বিরুদ্ধে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচের উদ্যোগে মানববন্ধন করেছে। ১১ সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁও বাজারের ডিসি সড়কে হোটেল নিউ স্টার চত্বরে আয়োজিত শান্তিপূর্ণ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র পরিষদ সদস্য মাষ্টার আবদুল করিম বি.এ ও সাংবাদিক শেফাইল উদ্দীনের যৌথ সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি বাজার ব্যবসায়ী নেতা মফিজুর রহমান মফিজ। মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা, নির্যাতন, অগ্নি সংযোগের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা জসিম উল্লাহ মিয়াজী, বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ ও পাঠাগার সভাপতি ডা. আলহাজ¦ আমির সুলতান, ঈদগাঁও বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী, বাংলাদেশ সুপ্রীমকোর্টের এডভোকেট শায়খুল ইসলাম, হাফেজ আবদুর রহিম ফারুকী, ঈদগাঁও নিউজ চেয়ারম্যান মো. রেজাউল করিম, ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান আজাদ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সিনিয়র শিক্ষক প্রেসক্লাব সভাপতি নুরুল আমিন হেলালী, মিয়ানমারে নির্যাতিত আলেমেদ্বীন দিল মোহাম্মদ ও পরিষদের সদস্য মাষ্টার আমান উল্লাহ প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ না করলে ঐক্যবদ্ধ হয়ে আরো কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী দেন। গণ্যমান্যদের মধ্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রবীণ শিক্ষক জাফর আলম, সহ-সভাপতি আবদুল মোনাফ সওদাগর, সদস্য মাষ্টার আতিকুর রশিদ তারেক, ডা. মুজিবুর রহমান, সাংবাদিক নাছির উদ্দীন আল নোমান, মেম্বার মো. আবু তাহের, সিএনজি-টেম্পু শ্রমিক সভাপতি বদিউল আলম, সাংবাদিক আনোয়ার হোছাইন, সাংবাদিক শাহিদ মোস্তফা শাহিদ, নাছির উদ্দীন পিন্টু, নুরুল হাকিমসহ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।