জালাল আহমদ, ঢাকা থেকে:

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বার বার কারা নির্যাতিত সাহসী কলম সৈনিক, প্রকৌশলী মাহমুদুর রহমান জাতিসংঘের উদ্দেশ্যে বলেছেন,মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিরিয়া, ইরাক লিবিয়ার মত রোহিঙ্গা সেইফ জোন প্রতিষ্ঠা করুন।তিনি আরো বলেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকারী নেত্রী অং সান সূচীর সাথে ইদানিং যুক্ত হয়েছেন এক সময়ের ভারতের গুজরাট রাজ্যের মুসলমান নিধনের জন্য কসাই নামে খ্যাত , বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মুসলিম হত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমদ বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের মুসলিম বিবেচনায় নয়,বরং বাঙ্গালী বিবেচনায় আশ্রয় দেয়া উচিত।কারণ আওয়ামীলীগ বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী। তাই সরকারের উচিত বাঙ্গালী হিসেবে নির্যাতিত রোহিঙ্গাদের পাশে
থাকা।কিন্তু নাফ নদীর পানি রোহিঙ্গাদের রক্তে লাল হয়ে গেছে।রাখাইন রাজ্যের আকাশ বাতাস আজ রোহিঙ্গাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে।অথচ বিশ্ব বিবেক আজ নীরব।তাই জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা বসে থাকতে পারি না। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের গতকালের দেয়া রোহিঙ্গাদের সম্পর্কে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান , জাতীয় প্রেসক্লাব সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন,রোহিঙ্গারা মদ আনতে পারে এ কথা কোন পাগলেও বিশ্বাস করবে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে বিএনপি জামায়াত সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত এ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক, আশির দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মো: আক্তার হোসেন খান,ঢাবির সিনেট সদস্য, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক মো: লুৎফুর রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামছুল আলম,ড্যাবের সাধারণ সম্পাদক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন,জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ,সাবেক যুগ্ন সম্পাদক কাদের গণি চৌধুরী,কৃষিবিদ রিয়াজুল হক,বিএফজেইউ এর মহাসচিব সাংবাদিক এম আবদুল্লাহ প্রমুখ।