মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। তাঁর নাম মনির হোসেন (৫৫)। গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সাতকানিয়ার কেঁওচিয়া গ্রামের কাজল ঠিলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলে মিরাজ হোসেনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মনির হোসেনের সাথে তাঁর পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে জগড়া চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাজল ঠিলায় নিজ ঘরে পারিবারিক বিষয় নিয়ে ছেলের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে মিরাজ দা দিয়ে বাবাকে মাথার পিছনের কোপ দেয়। এতে মনির আহত হয়ে মাটিতে পড়ে যায়। এসময় ঘরের দরজা বন্ধ ছিল। স্থানীয়রা খবর পেয়ে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিজিবি হাসপাতালে নিয়ে গেলে রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মনির মারা যায়। সাতকানিয়া থানার দারোগা মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বাবা ছেলের মধ্যে জগড়ার এক পর্যায়ে ছেলে রাগের মাথায় তাঁর বাবাকে দা দিয়ে কোপ দিলে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মনির মারা যায়। মনির বিজিবি থেকে ৪ বছর আগে অবসর নেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আজিমা খাতুন ও ছেলে মিরাজকে আটক করা হয়েছে। এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।